মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪

২০১৪ - বিষণ্ণতার দিনলিপি – ৫ ঋণ

অনেক দিন আগে একটা কবিতা লিখেছিলাম। তার শেষটা খানিকটা এরকম ছিলোঃ

হৃদয় মূল্যহীন – শরীর তামাম
শুধরোবে কবে এই বিভাজন কেউ
আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?
ঋণ শুধু শরীরেরই? মন ঋণহীন?

আজ সময় বদলে গ্যাছে, পরিস্থিতি বদলে গ্যাছে। কিন্তু খুব সঙ্গত কারণেই ভাবনাটা আবারো ফিরে এসেছে। তাই নিচের লাইনগুলোঃ

My heart burns
Ten times more than my body
Every time I make love
When I actually don’t love.
No one asks about my heart
Only soothes my body
Because my body has some earthly value.
My heart, on the other hand
Remains invisible.
Devoid of earthly, physical pleasure.
All the pleasure that my body gets,
I wish I could give
One tenth to my poor lonely scarred heart.
If only once
My body could pay the debt to its best friend. 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন