গত কয়েকটা দিন ধরে ভেতরে ভেতরে খুব আনচান করছে।
কিছু একটা লেখার জন্য।
কিন্তু লিখতে বসলেই কলম থম্কে যাচ্ছে।
কী লিখি, কী লিখি..... ......... .............
আসলে ভেতরে ভেতরে অনেকটাই অলস আর স্থবির হয়ে গেছি। লেখালেখি করে খুব যে কিছু একটা হয় সে প্রত্যয় ঘুচেছে আজ বহুদিন। অন্য অনেকের হয়তো হয়, আমার হয় না। অন্য অনেকের খুব সহজেই বন্ধু হয়, সম্পর্ক হয়, জীবনে খুব তীব্র সুখের কাল আসে, ঠোঁট বেঁকিয়ে অভিমান করলে হাজার জনা ছুটে আসে, ছুঁতেও আসে। আমার আসে না।
আশেপাশেই আসে না। খুব বন্ধু ভেবে যার হাত ধরি, তীব্র সুখের কাল পেরুনো মাত্রই সে মুখ ঘুরোয়। কেউ যদিবা ঘুরোয় না তো সে বের করে তার লুকনো নখ-দাঁত। আমি যে কুকুরের থেকেও নিম্নস্তরের প্রাণী, তা আরো একবার উপলব্ধি করায় সে আমাকে।
না কুকুর নই। কুকুরের থেকে নিম্নস্তরের কোনো প্রাণী। এই বোধ কোন নিগূঢ় সত্যোপলব্ধি দেয়না, কোনো স্বস্তির বোধও না।
শুধু আরেকটু খারাপ লাগা দেয়।
আরেকটু বাঁচবার ইচ্ছেটাকে দমন করে দেয়।
তারপরও, কেন যে বেঁচে আছি, এত দীনতায়, এত হ্যাক থু এর মাঝে - কেন??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন