শুক্রবার, ২৬ নভেম্বর, ২০১০

মন ভালো নেই

মন ভালো না থাকা,এ আবার একটা ব্যাপার?
নাওয়া খাওয়া শোওয়া, ওঠা বসা এসব যদি ব্যাপার হয়
তো আমার মন খারাপ ও একটা ব্যাপার।
প্রাত্যহিকতায় মন খারাপ অঙ্গাঅঙ্গি জড়াজড়ি - প্রায় দু'বছর হ'লো।
মাঝে মাঝে ঘন বৃষ্টিমেদুর দিনে আগে হতো, কখনো ঝগড়াঝাঁটি অন্তেও।
কিন্তু এখন 
রক্তের মধ্যে মিশে যাওয়া চিনির মতন
কলের ঝরতে থাকা জলধারার মতন
অথবা উদাসী মুখের ছাদের কার্নিশের বেড়ালছানাটার মতন
এতো আটপৌরে, এত দৈনন্দিন, এতো বেশি সাধারণ হয়ে গ্যাছে ব্যাপারটা
মন খারাপ সেটা মনেরই মনে থাকেনা বোধকরি।
অবসন্ন, ক্লান্ত, কেমন যেন মরে যাওয়া ভেতরটা
মাঝে মাঝে জানান দেয়, "এই,মন খারাপ কিন্তু তোর!"
আগে যেমন বুঝতাম, চোখের কোণে জল এলে
যেমন যুঝতাম রঙিন ফানুস নিয়ে অথবা আলতা মেখে পুকুরের পানা জলের সবুজে পা ডুবিয়ে
একটুখানি হাসি আনতে চেয়ে
এখন সারাদিন জলপানা সবুজের ঘোর লেগেও
একই রকম স্যাঁতানো থাকে ভেতরটা
শরীর খারাপের তবু আলামত পাই
মন? মনের মণ্বন্তরের আলামত কি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন