মাঝেসাঝে চুমু খেতেও ইচ্ছে হয়
ডালভাতের কথা এলেবেলে বলা যায়
চুমুর কথা বলতেই লোকজন হাঁ হাঁ করে ওঠে
কাঁচামরিচ ধনেপাতা পিষে জিভে ঝাল টানা
ডালভাতের বর্ণনায় লোকজন আহা-উহু করে
কিন্তু
কষে জড়িয়ে ধরে জিভে আলতো ঠোঁট ছোঁয়ালে
লোকে চোখ উল্টে ভিরমি খায়
অথচ একটা ভালো চুমু
ঠিক একথালা ডালভাতের মতোই
প্রতিদিনের, মন কেমন করা চাওয়া
প্রতিদিনের, মন কেমন করা তৃপ্তি
লোকের সামনে ডালভাত ছড়িয়ে দিয়ে
ওরা যখন খাওয়ায় ব্যস্ত
ইচ্ছে করে কাউকে খুব উন্মাতাল মন কেমন করা চুমু খাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন