অনেক দিন পর কাল ভোররাতে আবার পড়ে শেষ করলাম পূর্ব-পশ্চিম।
বুকের ভেতর কেমন যেন জমাট বাঁধা একটা কষ্ট হচ্ছে।
কাউকে বোঝাতে পারছিনা।
ছেঁড়া কাগজের ছোট ছোট টুকরো জোড়া লাগিয়ে পুরো ছবি বানানোর মতো।
জীবনের পিছু ফেলে আসা অংশের কাছে একটু একটু করে ফিরে যাওয়া, তাতে জীবনের ছবিটা পূর্ণ হয়না। 
একটু অংশ শুধু কোলাজের মতো উঁকি দেয় ক্যানভাসে।
তাতে পরিতৃপ্তি নেই, শুধু অকারণ বিষাদে বুক ভরে ওঠা আছে। 
নিজের জীবনকে, কান্নাকে এতোবার দেখতে পেলাম, এতোভাবে- অনেকদিন এমনভাবে, এমন নিবিড়ভাবে জীবনের দিকে তাকাইনি।
আমি কি লিখতে পারবো আমার ফেলে আসা বেলা শেষের গান, এমনি করে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন