রবিবার, ২৭ মে, ২০১২

লিমেরিক বলা যায় কি?

ঈশ্বর কি অপ্সরাকে বলতে কিছু চাইছিলেন?
স্বয়ং তিনি স্বয়ংবরের লোভের মাশুল তাই দিলেন?
প্রবঞ্চকের প্রপঞ্চতে ফের যদিবা ঠাঁই নিলেন
ঊর্বশী আর রম্ভা তবু উল্টো সুরে গাইছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন