আঁধার ঘরে কালো, একা ছোট্ট আমি মেয়ে
চারপাশেতে শুধুই আঁধার।
অল্প একটু আলো আসে, জানালাটার ফাঁকে
রেলিং গ'লে-- বাইরে আমার দু'চোখ চেয়ে থাকে ---
দিন যে কাটে, রাত যে কাটে চারপাশের এই অন্ধকারে
জানিনা তো কবে হবে শেষ।
শুধু জানি--- থামতে যে নেই
চলে যাওয়া, ঘিরে থাকা, এগিয়ে যাওয়া মানেই
জীবন নামের দেশ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন